
যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর থাকা সত্ত্বেও গাজা উপত্যকায় আবারও রক্তপাত। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের সাম্প্রতিক হামলায় অন্তত ২৮ জন নিহত এবং কমপক্ষে ৭৭ জন আহত হয়েছেন।
কাতারভিত্তিক আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, বুধবার ১৯ নভেম্বর দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় তিনটি স্থানে এবং গাজা সিটির পূর্বাংশের শুজাইয়া ও জয়তুন এলাকায় এক একটি ভবনে আইডিএফ বোমা নিক্ষেপ করে। এসব হামলার ফলেই হতাহত বাড়ছে।
হানি মাহমুদের ভাষ্য অনুযায়ী, একটি ভবনে একই পরিবারের বাবা, মা এবং তাদের তিন সন্তানসহ সবাই নিহত হয়েছে। তিনি জানান, গাজার বাসিন্দারা এখনো তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ যুদ্ধবিরতি চললেও বাস্তবতায় যুদ্ধের পরিবেশ বিদ্যমান এবং আইডিএফের ধারাবাহিক সহিংসতায় ফিলিস্তিনিরা প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন।
সূত্র: আল জাজিরা