বগুড়ার শাজাহানপুরে একই ঘর থেকে দুই শিশুর গলা কাটা মরদেহ এবং তাদের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, দুই শিশুকে হত্যা করার পর মা আত্মহত্যা করেছেন। তবে নিহত নারীর বাবার বাড়ির স্বজনেরা এটিকে হত্যাকাণ্ড হিসেবে দেখছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানান।
নিহতরা হলেন খৈলশাকান্দি গ্রামের সেনা সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২৫) এবং তাদের দুই সন্তান- সাইফ (৭ মাস) ও সাইফা (৪)। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মতে, সকালে পরিবারের সদস্যরা ঘরের বিছানায় দুই শিশুর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। একই ঘরের খাটের ওপর সাদিয়া বেগমের ঝুলন্ত মরদেহও পাওয়া যায়, যার গলায় ওড়না পেঁচানো ছিল। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিনজনের মরদেহ উদ্ধার করে।
নিহত সাদিয়ার খালা কল্পনা আক্তার বলেন, “পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। সোমবার শাহাদত হোসেন শ্বশুরের কাছে একটি মোটরসাইকেল দাবি করেন। এ নিয়ে ঝগড়া হয়। আজ (মঙ্গলবার) সকালে এসে দেখি দুই সন্তানকে গলা কেটে মেরে তাকে ঘরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এর কঠোর বিচার চাই।”
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান জানান, “ঘরের ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই শিশুর গলা কাটা এবং মায়ের মরদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।”
তিনি আরও জানান, ঘটনার পর নিহতের স্বামী শাহাদত হোসেন অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ তাকে হেফাজতে রেখেছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে।