
নির্বাচনী মাঠে হুমকি ও ভয়ভীতি দেখানোর বিরুদ্ধে কড়া অবস্থানের কথা জানিয়ে পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। তিনি স্পষ্ট করে বলেন, কাউকে ভয় দেখানো যাবে না, আর হুমকির জবাবও প্রস্তুত রয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রতিপক্ষকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কাউকে হুমকি দেওয়া যাবে না, বেশি ভয় দেখাবেন না। আপনি যে আঙুল দেখাবেন, আমাদেরও সেই আঙুল আছে। আপনি একটা দেখালে আমরা দুইটা দেখায়ে দেবো।’
সমাবেশে গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, নির্বাচনের আর মাত্র ১৫ দিন বাকি থাকতেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রার্থী ও নির্বাচনী সমাবেশে হামলার ঘটনা ঘটছে। তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে কোনো উসকানি নেই, অথচ প্রতিপক্ষ সন্ত্রাস ও হুমকির পথ বেছে নিয়েছে। এমনকি তাদের নারী কর্মীদের মিটিংয়ে যাওয়ার সময়ও আক্রমণের শিকার হতে হচ্ছে।
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করা জরুরি। তাদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে একটি শান্তিপূর্ণ নির্বাচন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলেও সতর্ক করেন তিনি।
প্রতিপক্ষের দেওয়া ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’-সংক্রান্ত প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে জামায়াত নেতা বলেন, দেশের মানুষ ১৮ কোটি হলেও তারা কার্ড দেওয়ার কথা বলছে ৫০ কোটির। তার ভাষায়, এসব প্রতিশ্রুতি মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।
তিনি আরও বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই মা-বোনদের গায়ে হাত তোলে বা হুমকি দেয়, তারা ক্ষমতায় গেলে কী করতে পারে—সেটা সাধারণ মানুষের এখনই বুঝে নেওয়া উচিত।
এর আগে বুধবার সকালে চুকনগর এলাকার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে লিফলেটও বিতরণ করেন।