
দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন পড়ে আছে অসুস্থ মায়ের শয্যাপাশে। দেশে ফিরেই তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়ে বলেন, ‘সন্তান হিসেবে আমার মন মায়ের বিছানার পাশে হাসপাতালে পড়ে রয়েছে। কিন্তু যে মানুষগুলো এবং যার জন্য আমার মা জীবন উৎসর্গ করেছেন, সেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমি এখানে দাঁড়িয়েছি।’
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার পর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে নিজের অনুভূতির কথা তুলে ধরেন তারেক রহমান।
তারেক রহমান আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া এ দেশের মাটি ও মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। মায়ের দ্রুত আরোগ্যের জন্য তিনি দল-মত নির্বিশেষে সবার কাছে দোয়া কামনা করেন।
সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেই তারেক রহমান সরাসরি হাসপাতালে যান, অসুস্থ মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে।