
যুক্তরাজ্য থেকে ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফেরার পর তিন দিনের জন্য তারেক রহমানের নির্ধারিত কর্মসূচি রয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি প্রকাশ করেন দলীয় নেতা সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে সরাসরি রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় নেতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
পরবর্তী দিন, ২৭ ডিসেম্বর শনিবার, তারেক রহমানের আরও দুটি কর্মসূচি রয়েছে। ওইদিন তিনি জাতীয় পরিচয়পত্রের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। এ সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে। একইদিন তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন।
শহীদ হাদির কবর জিয়ারতের পর রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন। এছাড়া ওইদিন আরও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন; তার বিস্তারিত পরে প্রকাশ করা হবে।
সূত্রে জানা যায়, দেশে ফেরার প্রথম দিন তারেক রহমানের নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, তবে আগামি দুই দিন তিনি বিভিন্ন রাজনৈতিক ও স্মৃতিসৌধ সংক্রান্ত কার্যক্রমে অংশ নেবেন।