
ময়মনসিংহের ত্রিশালে এক সাবেক ছাত্রদল নেতাকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গফাকুঁড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রামপুর ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রেজাউল করিম নোমান ওই সময় বাজার থেকে বাড়ি ফেরছিলেন। পথে পাঁচজন ব্যক্তি, যারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়েছেন, তাকে বাধা দিয়ে হাতকড়া পরান। এর মধ্যে দুজন তাকে মারধর করতে করতে নির্জন মাঠের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
নোমান এই সময় সন্দেহজনক আচরণ বুঝে চিৎকার শুরু করলে এলাকার মানুষ জড়ো হতে থাকে। ভুয়া ডিবি পরিচয়ধারীরা পরিস্থিতি বুঝে দ্রুত পালিয়ে যায়। পরে আহত নোমানকে চিকিৎসার জন্য ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ভুয়া ডিবি পুলিশদের কাছ থেকে উদ্ধারকৃত হাতকড়া খুলতে ত্রিশাল থানা পুলিশ ব্যর্থ হলে ফায়ার সার্ভিস কর্মীরা হাতকড়া কেটে দেন। ঘটনার জায়গায় একটি খেলনা পিস্তলও পাওয়া যায়।
নোমানের বড়ভাই এনামুল করিম ফরহাদ জানান, “আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে চেয়েছিলাম, আমার ভাইয়ের কি অপরাধ? কেন তাকে মারছেন? আপনার কাছে কোনো ওয়ারেন্ট আছে কি? অস্ত্র বা ওয়াকিটকি কোথায়?” এই প্রশ্নের উত্তরে হামলাকারীরা সিএনজিতে করে পালিয়ে যায়। তিনি জানিয়েছেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নোমান নিজে বলেন, “ত্রিশাল আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ২৮ নভেম্বর কাফনের কাপড় পড়ে মিছিল করেছিলাম। সম্ভবত সেই ঘটনায় হামলার লক্ষ্য হয়েছি।”
ত্রিশাল থানা পুলিশের ওসি ফিরোজ হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে আমরা অবগত আছি। এখনও মামলা হয়নি, তবে এটি ভুয়া ডিবি পুলিশের কর্মকাণ্ড কি না, তা তদন্ত করা হবে।”
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান জানিয়েছেন, থানা পুলিশের অনুরোধে হাতকড়া কেটে দেয়া হয়েছে।