
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (২২ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে প্রকাশিত ওই ফেসবুক পোস্টে তিনি বলেন, “আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।”
এস এম ফরহাদ আরও জানান, ভূমিকম্পে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত বহু শিক্ষার্থীর অনুরোধে বিষয়টি তিনি উপাচার্যের নজরে আনেন। পরবর্তীতে উপাচার্যই ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত দেন।