
গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়াসহ নানা কারা-সরঞ্জাম চুরির অভিযোগে কারারক্ষী আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। শনিবার (২৬ জুলাই) রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করেন।
জেলা শহরের ইসলামপাড়া এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে রাতেই আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কারারক্ষীদের কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ প্রায় ১০ ধরনের কারা-সরঞ্জাম উদ্ধার করা হয়।
আরিফ চৌধুরীর বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামে। তার বাবার নাম স্বপন চৌধুরী। রবিবার (২৭ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৬ জুলাই ভোরে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে ওইসব সামগ্রী চুরি করে নিয়ে যান আরিফ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি শনাক্ত করে কারাগার কর্তৃপক্ষ। এরপর সদর থানা পুলিশকে জানানো হয় এবং শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আরিফকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা বলেন, “শনিবার রাতে কারারক্ষী আরিফকে আসামি করে চুরির মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”