
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কেন্দ্রে থাকা সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার বিষয়ে কাতারকে আগেই অবহিত করা হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট মঙ্গলবার এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
ওয়াশিংটনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিভিট বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ হামলার ব্যাপারে আগে জানিয়েছিলেন। নেতানিয়াহু বলেছিলেন, তিনি শান্তি স্থাপন করতে চান এবং তা শিগগিরই চান। তাই আমাদের কাছে আগে থেকেই এ হামলার খবর ছিল। নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প স্টিফ উইটকফের মাধ্যমে দোহাকে আসন্ন হামলার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছিলেন।”
তিনি আরও জানান, দোহায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকেও কাতার সরকারকে বিষয়টি জানানো হয়েছিল। হামলার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প কাতারের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে কাতারের মাটিতে এমন হামলার পুনরাবৃত্তি ঘটবে না।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কাতারে একটি গুরুত্বপূর্ণ মার্কিন সেনাঘাঁটি রয়েছে। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসর একযোগে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে ঠিক এমন এক সময়েই নতুন উত্তেজনার জন্ম দেয় একটি হামলা। মঙ্গলবার, দোহায় এক আবাসিক ভবনে হামাস নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন গোষ্ঠীটির মুখপাত্র খলিল আল হায়া ও অন্যান্য শীর্ষ সদস্যরা। আলোচনার বিষয় ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব, যা সম্প্রতি হামাসের কাছে পাঠানো হয়।
এই বৈঠকের সময়ই ইসরায়েলি বিমান বাহিনী লক্ষ্য করে ওই ভবনে হামলা চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এক বিবৃতিতে জানায়, হামলার উদ্দেশ্য ছিল হামাসের সিনিয়র নেতা খলিল আল হায়া এবং সংগঠনটির পশ্চিম তীর শাখার শীর্ষ ব্যক্তি জাহের জাবারিনকে টার্গেট করা।
তবে নির্ধারিত লক্ষ্য পূরণ হয়নি। ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন, যাদের মধ্যে ৫ জনের হামাস সংশ্লিষ্টতা রয়েছে বলে জানানো হয়েছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের কেউই সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা নন।
ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিট বলেন, “হামাসকে নিশ্চিহ্ন করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে নিশ্চিতভাবেই একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য, তবে দোহায় ইসরায়েলের হামলা এ লক্ষ্য পূরণের জন্য সহায়ক হবে না।”
সূত্র: এএফপি