
পেহলগাম ঘটনার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে। এরই মধ্যে পাকিস্তানে ১৩৫টি এবং ভারতে ৪১৭টি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে দলগুলোর আইপিএলের এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাতায়াত নিয়ে তৈরি হয়েছে সংশয়। এরই মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্লাইট বাতিল হয়েছে।
সামনে কী হবে, বলা যাচ্ছে না। ফলে আইপিএলের ভবিষ্যত নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা।
এই পরিস্থিতিতে আইপিএলের সূচিতে পরিবর্তন আসতে পারে। তবে আপাতত সেই ঘোষণা আসেনি। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচটি নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে।
ইডেন গার্ডেনসে এই ম্যাচে টস জিতেছেন কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।