
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন কণ্ঠশিল্পী রেখা সুফিয়ানা।
সম্প্রতি জাসাসের দপ্তরের দায়িত্বে থাকা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার নতুন দায়িত্বের খবর জানানো হয়।
গণমাধ্যমকে রেখা সুফিয়ানা বলেন, “আমি কণ্ঠযোদ্ধা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের আদর্শকে মনে প্রাণে ধারণ করি। মরহুমা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসহীন নেত্রী ছিলেন। তার আদর্শ আমাকে মুগ্ধ করেছে। তাই আমি মনে প্রাণে জাসাস করি।”
তিনি আরও বলেন, “আমাকে জাসাসের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক পদ প্রদান করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফুল ইসলাম স্বপন ও সদস্য সচিব মো. আনোয়ার হোসেন আনুর প্রতি।”