
দীর্ঘদিনের আলোচনা ও জল্পনার পর অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতায় বসতে যাচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। আগামীকাল বুধবার ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিবাহ আয়োজন সম্পন্ন হবে।
ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরে নিকটজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে জেফার রহমানের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় প্রায় এক বছর আগে। রাফসানের দাম্পত্য জীবনের ভাঙনের খবর প্রকাশ্যে আসার পরই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে। এরপর দেশে ও দেশের বাইরে বিভিন্ন সময়ে দুজনকে একসঙ্গে দেখা গেছে। গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে তাদের একসঙ্গে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা আরও তীব্র হয়।