
বাংলাদেশে হালাল পণ্যের মান যাচাই ও সার্টিফিকেশন ব্যবস্থাকে আরও কার্যকর করতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির সেন্টার (COMSTECH) পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে শনিবার (১৩ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় ড. খালিদ হোসেন বলেন, "বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে হালাল সার্টিফিকেশন কার্যক্রম শুরু করেছে এবং এ বিষয়ে তুরস্ক ও সৌদি আরবের সংশ্লিষ্ট সংস্থার সহায়তা চাওয়া হয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, হালাল সার্টিফিকেশনের জন্য কর্মীদের দক্ষতা বাড়াতে ওআইসির আওতাধীন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার স্থায়ী কমিটি থেকে কারিগরি সহায়তা প্রয়োজন।
এছাড়া তিনি উগান্ডায় হালাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে কসমোটেক (COMSTECH)-এর সম্পৃক্ততাকে স্বাগত জানান এবং এই প্রচেষ্টাকে সমর্থন করেন।
শিক্ষাখাতে ওআইসির ভূমিকা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০০টি বৃত্তি বরাদ্দ করায় কসমোটেক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, "এ উদ্যোগ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ করে দেবে। কোরআন ও হাদিসে দৃঢ় ভিত্তি রয়েছে এরূপ মাদরাসা শিক্ষার্থীদের জন্যও এ ধরনের সুযোগ বিস্তৃত করা জরুরি।"
তিনি আরও বলেন, “এর ফলে চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীরাও অবদান রাখতে পারবে।”
মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে ড. খালিদ বলেন, "মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে আমাদেরকে ইসলামের পতাকার নিচে, কোরআন ও হাদিসের নির্দেশনামতে ঐক্যবদ্ধ হতে হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছাড়া আমরা অগ্রসর হতে পারব না।"
এই সফরে উপদেষ্টার সঙ্গে ছিলেন পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ এবং প্রেস কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব আলী।