
জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের’ প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি এখন শেখ হাসিনার বিচার। তিনি বলেন, গত এক বছর ধরে ছাত্রসমাজ ও সাধারণ জনগণসহ আমরা অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার দৃশ্যমান বিচারের আহ্বান জানিয়ে আসছি। এই বিচার না হলে জাতি তাকে ক্ষমা করবে না।
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন দেখিয়ে দিয়েছে, বাংলাদেশে হেলমেট বাহিনীর মতো ছাত্রলীগীয় রাজনীতির কোনো জায়গা নেই। এই আন্দোলনের প্রভাবে শেষ পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
এ্যানি বলেন, আমরা গণতন্ত্র এবং স্বাভাবিক রাজনীতির জন্য লড়াই করতে গিয়ে বারবার নির্যাতিত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। শেখ হাসিনার বিচার শুধু রাজনৈতিক দায় নয়, এটি জাতির অস্তিত্ব রক্ষার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও যোগ করেন, বর্তমানে দেশে চলমান রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। আমরা বিশ্বাস করি, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে এবং সেই সরকারে নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশ বিকাল সোয়া ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। সারাদেশ থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন এই ছাত্রসমাবেশে।