
বহুল আলোচিত এস আলম গ্রুপের তিনটি বড় শিল্পপ্রতিষ্ঠান—স্টিল মিল, তেল শোধনাগার এবং বিদ্যুৎকেন্দ্র—নিলামে তোলা হচ্ছে। প্রায় ২১৮০ কোটি টাকা আদায়ে এসব সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো।
রোববার (২৭ এপ্রিল) পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ নিলাম ডাকে ব্যাংকটির খাতুনগঞ্জ কর্পোরেট শাখা।
চট্টগ্রামের স্থানীয় এক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ কর্পোরেট শাখার বিনিয়োগ গ্রাহক এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড; এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি, এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের চেয়ারম্যান আবদুস সামাদ, এস আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), আরেক পরিচালক হালিমা বেগম, স্বতন্ত্র পরিচালক সম্পদ কুমার বসাক এফসিএ, স্বতন্ত্র পরিচালক হাসান ইকবাল, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল আলম, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাছান, পরিচালক এখলাসুর রহমান; এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীনের কাছ থেকে চলতি ২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত লভ্যাংশসহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ ২ হাজার ১৭৯ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা এবং আদায়কাল পর্যন্ত ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ের নিমিত্তে অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ১২ (৩) ধারা মোতাবেক বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রয়ের জন্য আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়।
২১৮০ কোটি টাকা আদায়ে এস আলম গ্রুপের মালিকানাধীন স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানাসহ ১১৪৯ শতাংশ জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক।
এর আগে, গত ২০ এপ্রিল ৯৯৪৮ কোটি টাকা পাওনা আদায়ে এস আলম গ্রুপের চিনিকলসহ প্রায় ১১ একর সম্পত্তির নিলাম ডাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র একই শাখা।
প্রসঙ্গত, এস আলম গ্রুপ দেশের খাদ্য, শিল্পপণ্য, বিদ্যুৎ এবং আর্থিক খাতে বিশাল বিনিয়োগের জন্য পরিচিত। গ্রুপটির ব্যাংক, বীমা, খাদ্যপণ্য উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন এবং শিপিংসহ নানা খাতে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।