
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের খোঁজ নিতে সেখানে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার (২৮ নভেম্বর) তিনি হাসপাতালে গিয়ে কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসকদের কাছ থেকে ডা. তাহেরের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। এ সময় আখতার হোসেন তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।
অন্যদিকে, ডা. তাহেরের অবস্থার অবনতিতে উদ্বেগ জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, কয়েক দিন ধরে অসুস্থ থাকায় ডা. তাহেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
তিনি ডা. তাহেরের দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে তার আশু আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।