
যান্ত্রিক ত্রুটি কিংবা বৈরি আবহাওয়ার কারণে উড়োজাহাজের জরুরি অবতরণের ঘটনা নিয়মিতই ঘটে । তবে এবার উড়োজাহাজের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে যাত্রীর অদ্ভুতরে আচরণের কারণে । টোকিও থেকে হিউস্টনে উড়ে যাওয়ার সময় একটি উড়োজাহাজের বের হওয়ার দরজা খোলার চেষ্টা করেছেন এক যাত্রী । এতে উড়োজাহাজটি হিউস্টনে না গিয়ে সিয়াটলে জরুরি অবতরণ করে ।
এফবিআই ও সিয়াটল বিমানবন্দরের মুখপাত্রের বরাত দিয়ে আজ এই তথ্য জানায় সিএনএন ।
১১৪ জন যাত্রী নিয়ে ‘অল নিপ্পন এয়ারওয়েজের’ বোয়িং ৭৮৭-৯ ড্রীমলাইনার উড়োজাহাজটি , জাপানের হানেদা বিমানবন্দর থেকে হিউস্টনের উদ্দেশ্যে উড্ডয়ন করে ,তবে মাঝ আকাশে ঐ ব্যক্তির অস্বাভাবিক আচরণে বাঁধে বিপত্তি । পরে স্থানীয় সময় ভোর ৪ টার দিকে সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয় উড়োজাহাজটি ।
এফবিআই বিবৃতি দিয়ে জানায়, ক্রু ও যাত্রীদের সহায়তায় ঐ ব্যক্তিকে আটকানো হয় এবং অবতরণের পর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয় । ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র সিএনএন কে জানান,যাত্রীর বাঁধার কারণে উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে সিয়াটলে অবতরণ করে । সিয়াটল বন্দর পুলিশের বরাত দিয়ে সিএনএন আরো জানায় উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করায় হতাহতের ঘটনা ঘটেনি ।
মাঝ আকাশে ঐ ঘটনার পর সিয়াটলে নিরাপদে জরুরি অবতরণের করলেও ঘটে আরেক বিপত্তি । জরুরি অবতরণের কারণে বিরক্ত হয়ে বাথরুমের দরজায় ঘুষি মেরে বিশৃঙ্খলা শুরু করেন আরেক যাত্রী ,একারণে উড়োজাহাজটি হিউস্টনের উদ্দেশ্যে আবার যাত্রা করার আগে সেই ব্যক্তিকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয় ।
এসব ঘটনা প্রবাহের পর উড়োজাহাজটি আবার হিউস্টনের উদ্দেশ্যে উড্ডয়ন করে স্থানীয় সময় দুপুর ১ টার কিছু সময় আগে নিরাপদে অবতরণ করে ।
তবে উড়োজাহাজে যাত্রীদের বিশৃঙ্খলার ঘটনা এই নতুন নয় । এর আগেও এমনই একটি ঘটনা ঘটে, যখন ইন্দোনেশিয়ার বালি থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নগামী একটি ফ্লাইটে এক যাত্রী উড়োজাহাজ মাঝ আকাশে থাকার সময় দরজা খোলার চেষ্টা করলে, ফ্লাইটটি ফিরে যেতে বাধ্য হয় ।