
চট্টগ্রামে সরকারি ও বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবার ঘাটতি প্রকট এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবা মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ওপর নির্ভরশীল, যা এই অঞ্চলের মানুষের জন্য বড় দুর্ভাগ্য।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় হাসপাতালের কার্যনির্বাহী কমিটি, মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নূরজাহান বেগম বলেন, সরকার অনেক সীমাবদ্ধতার মধ্যেও স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিচ্ছে। অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও হার্টের রোগীদের রিংয়ের দাম কমানো হয়েছে, ক্যান্সারের ওষুধসহ অনেক ওষুধ সুলভ মূল্যে সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের প্রায় সব বিশেষায়িত হাসপাতাল ঢাকা কেন্দ্রিক। এ অবস্থায় বেসরকারি উদ্যোক্তাদের চট্টগ্রামে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই হাসপাতাল ইতোমধ্যেই চট্টগ্রামবাসীর আস্থা অর্জন করেছে এবং করোনাকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপদেষ্টার একান্ত সচিব ডা. মো. মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন তৌহিদুল ইসলাম এবং হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর।