
ইসরায়েলি বাহিনী গাজা অঞ্চলের পুরো দখল নিতে স্থল অভিযান শুরু করেছে, যার ফলে গাজা নগরের প্রায় ১০ লাখ বাসিন্দার জীবন ঝুঁকিতে পড়েছে। পূর্বাঞ্চল থেকে ইতিমধ্যেই বহু বাসিন্দা বাড়িঘর ত্যাগ করে নিরাপদ স্থানে যাচ্ছেন।
গাজার তাল আল-হাওয়ার দক্ষিণাঞ্চলের মাধ্যমে ইসরায়েলি ট্যাংক মূল সীমান্তে প্রবেশ করেছে। তবে সংঘাতের মধ্যেই ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ নতুনভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল গাজায় মানবিক সাহায্যকেও অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষ হত্যা করছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে চলমান হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত এবং ৮৩১ জন আহত হয়েছেন। এর মধ্যে ২২ জন নিহত হয়েছেন ত্রাণ সরবরাহের সময়।
সর্বশেষ, মধ্য গাজার নেটজারিম করিডোরের কাছে একটি ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি গুলিতে দুই ত্রাণকর্মী নিহত হয়েছেন। তাদের মৃতদেহ উত্তর গাজার জাবালিয়ার আল-আওদা হাসপাতালে পৌঁছেছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর ফলে গাজায় অনাহারের কারণে মৃতের সংখ্যা ২৩৯-এ পৌঁছেছে, যার মধ্যে ১০৬ জন শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় কমপক্ষে ৬১,৭৭৬ জন নিহত এবং ১,৫৪,৯০৬ জন আহত হয়েছে। ইসরায়েলে নিহতের সংখ্যা আনুমানিক ১,১৩৯ এবং ২০০-এর বেশি নাগরিককে বন্দী করা হয়েছে।