
চিকিৎসকদের নিয়ে সমালোচনামূলক বক্তব্য ঘিরে বিতর্কের জবাব দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তার অভিযোগ সব চিকিৎসকের বিরুদ্ধে নয়, বরং এক শ্রেণির চিকিৎসকদের বিরুদ্ধে।
রবিবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এ বিষয়ে ব্যাখ্যা দেন।
পোস্টে তিনি লিখেছেন, গতকাল একটি অনুষ্ঠানে চিকিৎসকদের বিষয়ে কিছু কথা বলেছিলাম। প্রথমে রোগী হিসেবে আমার ভালো অভিজ্ঞতার কথা বলি। এরপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে পাওয়া কিছু সমালোচনা উপস্থাপন করি।
তিনি জানান, অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে বলেছেন, এসব সমালোচনা সব চিকিৎসকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক ডাক্তার ভালো সেবা দেন, তবে কিছু চিকিৎসকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। কিছু অভিযোগ স্টেটমেন্ট আকারে বলেছি, কিছু প্রশ্ন আকারে। কিন্তু সংবাদমাধ্যম আমার পূর্ণ বক্তব্য প্রকাশ না করায় অনেকের কাছে ভুল ধারণা তৈরি হতে পারে যে, আমি সব চিকিৎসকের বিরুদ্ধেই অভিযোগ করেছি। এটি একেবারেই সঠিক নয়।
আসিফ নজরুল আরও লিখেছেন, রোগীর কথা মন দিয়ে না শোনা, অতিরিক্ত টেস্ট লিখে দেওয়া বা ওষুধ কোম্পানির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আমি ঢালাওভাবে কারও বিরুদ্ধে তুলি নাই। এগুলো শুধুমাত্র এক শ্রেণির ডাক্তারের বিরুদ্ধে।
তিনি স্বীকার করেন, সংবাদমাধ্যমে বক্তব্য উপস্থাপনের ধরনে মনে হতে পারে অভিযোগগুলো সবার উদ্দেশে করা হয়েছে। এতে দেশের বিপুল সংখ্যক সৎ, দক্ষ ও ত্যাগী চিকিৎসক কষ্ট পেতে পারেন বলে দুঃখ প্রকাশ করেন তিনি।
পোস্টের শেষ দিকে আসিফ নজরুল উল্লেখ করেন, কিছু সংখ্যক চিকিৎসকের ক্ষেত্রে যদি এসব অভিযোগ সত্যি হয়, তবে তা ভেবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।