
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। এই জনসমাগম দিনভর সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
বুধবার (২৫ ডিসেম্বর) তার দেশে ফেরা ও বিশাল জনস্রোতকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। এই ভিড়কে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “এরচেয়ে বেশি লোক হয়েছিলো, আমাদের নেত্রীকে বিদায় দিতে।”
রনির মন্তব্যে গত বছরের ৫ আগস্টের ঘটনা ইঙ্গিত করা হয়েছে। সেদিন গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছাড়েন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল মানুষের উপস্থিতি তখন দেখা গিয়েছিল—এই বিষয়টিকে রনি রম্য ভঙ্গিতে স্মরণ করিয়ে দিয়েছেন বলে মনে করছেন অনেকেই।
রনির স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এতে নানা প্রতিক্রিয়া দিয়েছেন; কেউ এটিকে সময়োপযোগী রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ বলেছেন রনির রসিকতায় সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ফুটে উঠেছে।
এর আগে আবু হেনা রনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে ব্যঙ্গাত্মক মন্তব্যের মাধ্যমে আলোচনায় আসেন। তার কৌতুক ও রম্য ধারার মাধ্যমে সমসাময়িক ঘটনাকে তুলে ধরা ভক্তদের কাছে নতুন নয়।
তারেক রহমানের দেশে ফেরা যেমন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকাদের রসিক মন্তব্যও বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। রনির স্ট্যাটাস সেই উদাহরণেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।