
তুরস্কে শান্তি সংলাপ চলমান থাকা অবস্থায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে। বৃহস্পতিবার সংঘটিত এই সংঘাতে কমপক্ষে পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলা হাসপাতালের এক চিকিৎসক এএফপিকে জানান, “আজকের (বৃহস্পতিবার) ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন নারী এবং একজন পুরুষ। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৬ জন।”
নিহত ও আহত সবাই আফগান নাগরিক, বলে নিশ্চিত করেছেন তিনি। তবে সীমান্তের অপর পাশে পাকিস্তানের ভেতরে কোনো প্রাণহানি ঘটেছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সীমান্তের এই সহিংসতা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে, এমন মন্তব্য করছেন বিশ্লেষকেরা।