
স্বাস্থ্যসেবা খাতে সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম নেতা মো. সুহানকে গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা কোতোয়ালি মডেল থানায় গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে তাঁরা স্বেচ্ছায় নিজেদের গ্রেপ্তার দিতে প্রস্তুত।
এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও শিক্ষার্থীরা তাঁদের অবস্থান থেকে সরে আসেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, “আমাদের সহযোদ্ধাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। যতক্ষণ না তাকে মুক্তি দেয়া হবে, ততক্ষণ আমরা এখান থেকে সরব না।”
পুলিশ সূত্র জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ এলাকা থেকে মো. সুহানকে আটক করে পুলিশ। তবে কোন কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো স্পষ্ট করেনি আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ঘিরে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার ব্যানারে বরিশালে টানা ২২ দিন ধরে স্বাস্থ্যসেবা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে ৮ আগস্ট থেকে গত বুধবার পর্যন্ত ছয় দিনে মোট সাড়ে ২৯ ঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়। একই সময়ে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালের ফটকের সামনে অনশনও করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর বরিশালে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আসা পর্যন্ত তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন না।