
উত্তর-পূর্ব নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্ত সংলগ্ন এলাকায় একটি সামরিক স্থাপনায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে, যেখানে নিরাপত্তা সূত্র ও স্থানীয় প্রতিরক্ষা সূত্র দাবি করছে, অন্তত পাঁচজন সৈন্য নিহত হয়েছেন। তবে নাইজেরিয়ার সেনাবাহিনী এ ঘটনায় মৃত্যুর বিষয়টি অস্বীকার করে, শুধুমাত্র আহত হওয়ার কথা স্বীকার করেছে।
বুধবার এফপিকে (AFP) জানানো হয়, হামলাটি রবিবার ফিরগি এলাকায় সংঘটিত হয়। ফিরগি হলো বোর্নো রাজ্যের পুলকা শহরের কাছে একটি প্রত্যন্ত এলাকা।
স্থানীয় সরকারি পৃষ্ঠপোষকতায় গঠিত মিলিশিয়া দলের সদস্য উমার সাইদু, যিনি আহত সৈন্যদের হাসপাতালে নিয়ে যান- তিনি বলেন, “আমি আমার বাড়ির পেছনে রক্তে ভেজা পাঁচটি মরদেহ দেখেছি।”
সূত্র: আরব নিউজ