
উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে বাংলাদেশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার অভিযোগে তাকে আটক করা হয়।
বিএসএফ জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিয়মিত টহল চলাকালে সীমান্ত অতিক্রম করতে গিয়ে সন্দেহজনক অবস্থায় ওই কর্মকর্তাকে ধরা হয়। পরে তার কাছ থেকে পাওয়া নথিপত্র পর্যালোচনায় জানা যায়, তিনি বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভারতীয় কর্মকর্তারা বলেন, দায়িত্বে থাকা কোনো বাংলাদেশি পুলিশ কর্মকর্তার ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার ঘটনা এটাই প্রথম। এমন ঘটনা অত্যন্ত বিরল বলেও তারা উল্লেখ করেন।
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম স্থলসীমান্তগুলোর মধ্যে একটি, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার। ভৌগোলিক অবস্থান, নদীপথ, ঘনবসতি ও শহরাঞ্চলের নিকটবর্তী হওয়ার কারণে উত্তর ২৪ পরগনা সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, চোরাচালান ও মানবপাচারের ঝুঁকি সবসময়ই বেশি।
বিএসএফ বহুদিন ধরে এই অঞ্চলে অনুপ্রবেশ, মাদক ও গরু পাচার, জাল মুদ্রা চোরাচালান ঠেকাতে কাজ করছে। এ জন্য সীমান্তজুড়ে নজরদারি জোরদার, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং বেড়া নির্মাণসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য, আটক কর্মকর্তা এককভাবে প্রবেশ করেছিলেন নাকি কোনো চক্রের সঙ্গে জড়িত—তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত আছে।
এক কর্মকর্তা বলেন, “এই ঘটনা প্রমাণ করে সীমান্তে সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখা কতটা জরুরি।” তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস