
রাজধানীর মতিঝিল এলাকার সেনা কল্যাণ ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ার উদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।