
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান দলের ঘোষণা দিয়েছে, তবে খেলায় অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। গুঞ্জন উঠেছে, বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো টুর্নামেন্টটি বয়কট করতে পারে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন জানিয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ কমপক্ষে আটবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ফোন করেছেন, কিন্তু একবারও ফোনের জবাব দেননি নাকভি।
সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপ ও বাংলাদেশ সফরের বিষয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত ৩০ জানুয়ারি অথবা ২ ফেব্রুয়ারি’র মধ্যে জানানো হবে।
জিএনএন আরও জানিয়েছে, শুক্রবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের সিদ্ধান্ত ঘোষণা হতে পারে, যা হতে পারে সরাসরি প্রধানমন্ত্রীর কণ্ঠে। এটি নির্দেশ করে যে বিষয়টি এখন কেবল ক্রিকেট প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়েও গুরুত্ব পাচ্ছে।
এছাড়া বাংলাদেশের প্রতি সমর্থন জানাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশ সফরে আসতে পারেন বলে গুঞ্জন রয়েছে। নাকভি শুধু পিসিবি চেয়ারম্যান নন, তিনি পাকিস্তানের রাষ্ট্রমন্ত্রীরও দায়িত্বে রয়েছেন।