
মুস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কের উত্তাপ এবার মাঠেও ছড়িয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপ ম্যাচের আগে দুই দলের অধিনায়ক এবং সহঅধিনায়কদের মধ্যে সৌজন্যবোধের অভাব নিয়ে বিতর্ক তৈরি হয়।
বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচ শুরুর আগে টসে অংশ নেন ভারতের অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আয়ুশ মাত্রে এবং বাংলাদেশের সহঅধিনায়ক জাওয়াদ আবরার। টসের পর সাধারণ সৌজন্য হিসেবে করমর্দনের কোনো উদ্যোগ দেখা যায়নি। আয়ুশ মাত্রে টস শেষে আবরারকে এড়িয়ে যান, আর বাংলাদেশের সহঅধিনায়কও পাল্টা কোনো উদ্যোগ নেননি। বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম মাঠে উপস্থিত না থাকায় টসে অংশ নেন সহঅধিনায়ক জাওয়াদ আবরার।
ম্যাচ রেফারি ডিন কস্কারের তত্ত্বাবধানে আয়ুশ কয়েন ছুঁড়ে এবং আবরার ‘টেল’ ডাকেন। বাংলাদেশের দল টস জেতে, কিন্তু শুভেচ্ছার হাত মেলানোর অভ্যাস ঘটেনি।
বিশ্লেষকরা মনে করান, ভারত-পাকিস্তান ক্রিকেটেও এমন দৃশ্য নতুন নয়। গত বছরের এশিয়া কাপ থেকে ক্রিকেটারদের মধ্যে সৌজন্যবোধ এড়িয়ে চলার প্রবণতা লক্ষ্য করা গেছে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন করেননি, এমনই দৃশ্য অন্যান্য ক্রিকেটারদের মধ্যেও দেখা গেছে।
বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারত-বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক আরও শীতল হয়ে গেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে, যা অনুযায়ী টি২০ বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠানো হচ্ছে না। বিষয়টির সমাধানের জন্য বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আলোচনায় রয়েছে।