
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় ঘরোয়া আসর, দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন টুর্নামেন্টের উদ্বোধনের আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির স্মৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপের ফাইনাল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৪ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বিসিবি উদযাপনটি বড়ভাবে আয়োজন না করার সিদ্ধান্ত নেন।
শুরুর দিকে পুরো অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও সম্প্রতি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের দিন একটি ছোট অনুষ্ঠান করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি ‘চ্যালেঞ্জিং’ হওয়ায় বারবার পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে বলে মিঠু মন্তব্য করেন।
উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে মিঠু বলেন, 'আমরা সবাই জানি পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। প্রতিটি ঘণ্টায় পরিকল্পনা বদলাতে হচ্ছে। ২৪ ডিসেম্বর যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি, ২৬ তারিখ ম্যাচের দিন ছোট করে করব।'
তিনি আরও যোগ করেন, 'বাংলাদেশ দল জানুয়ারির শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলে যাবে। আমাদের সূচিতে হাত দেওয়ার সুযোগ নেই। সুতরাং ২৬ তারিখে শুরু করে, ছোট করে ওপেনিং সিরিমনি করব। আবার সেদিন শুক্রবার। ২টা ১৫-তে শুরু করতে হবে, তাই খেলা ৩টায় করে দেওয়া হয়েছে।'
শহিদ ওসমান হাদি স্মরণের বিষয়টি নিয়ে মিঠু বলেন, 'মাঝখানে কিছু সেলিব্রেট করা হবে। এমনি তো ওপেনিংয়ে যেটা হয়, প্রেসিডেন্ট ও স্পোর্টস সেক্রেটারি ওপেন এবং হ্যান্ডশেক করবেন। আমরা ১ মিনিট নীরবতা পালন করব সাম্প্রতিক ঘটনার (ওসমান হাদির মৃত্যু) জন্য।'
তিনি আরও জানান, 'মাঝখানে মাঠেই স্টেজ করে গানের অনুষ্ঠান হবে। প্রথমটা ১৫ মিনিটের। আমাদের জায়গা নেই। দলগুলোকে ওয়ার্ম আপে আধা ঘণ্টা দিতে হয়। জুম্মার পর সোয়া দুইটায় শুরু করে ১৫ মিনিটে শেষ করা হবে। ২ খেলার মাঝখানে আমরা ছোট অনুষ্ঠান করব।'