
বিদেশের মাটিতেও থামেনি প্রতিবাদের কণ্ঠ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এই পথসভায় বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, এই হত্যাকাণ্ডের মাধ্যমে আধিপত্যবাদবিরোধী আন্দোলন দমন করা সম্ভব হবে না।
সমাবেশে জুলাই পক্ষের প্রতিনিধিদের পাশাপাশি নিউইয়র্কের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ আল আমীন জানান, হাদির হত্যার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, সভায় বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং তাদের পালিয়ে যেতে যারা সহায়তা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা আরও অভিযোগ করেন, আসন্ন নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ অবস্থায় গণতন্ত্রপন্থী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সৈয়দ আল আমীন জানান, শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ডাইভার সিটি এলাকায় জুলাই যোদ্ধা হাদির গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।