
নির্বাচনী প্রচারে নতুন কৌশলের ইঙ্গিত দিয়ে রাজধানীর মিরপুর-১০ এলাকা থেকে বাসভিত্তিক কার্যক্রমের সূচনা করলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মিরপুর-১০ এ দলীয় অফিস ও একটি মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে বক্তব্যে জামায়াত আমির বলেন, “দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে।”
তিনি জানান, দেশের মানুষ এবার পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে। জামায়াতে ইসলামী মানুষের বিজয় নিশ্চিত করতে চায় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়ত বিজয়ী হয়।”
আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশের জন্য একটি নতুন যাত্রা শুরু হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, জনগণের প্রতি আস্থা নষ্ট না হওয়ায় শেরপুরে হামলার ঘটনা ঘটেছে। পরে তিনি ঢাকা-১৫ আসনের ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।