
জামায়াতের মন্ত্রীরা চার দলীয় জোট সরকারের সময় দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিতে লিপ্ত হননি এবং মন্ত্রণালয়ও বাঁচাতে দায়িত্ব ছাড়েননি বলে দাবি করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, "কোনোপ্রকার দুর্নীতির সাথে জড়িত ছিলেন না তারা।" তিনি আরও বলেন, "১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের।" একই সঙ্গে জানান, চাঁদাবাজি বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াতের নেতা-কর্মীরাও মাঠে থাকবে।
শেরপুরের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যদি কেউ গায়ের জোরে নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে চায়, তা যুব সমাজ প্রতিহত করবে।
বিগত সরকারের সময় দেশের প্রকৃতির অবস্থা নিয়েও তিনি কঠোর সমালোচনা করেন। ডা. শফিকুর রহমান বলেন, "ভরা মাঘ মাসে শীত নাই, বর্ষায় বৃষ্টি নাই। কেন নাই? নাই এই কারণে, আমরা যারা এই দেশের নাগরিক, বিশেষভাবে দেশ পরিচালনার দায়িত্ব যাদের হাতে ছিল, তারা এদেশের প্রকৃতিকে হত্যা করেছে। প্রকৃতিকে লুণ্ঠন করেছে, প্রকৃতির ওপর জুলুম করেছে। এজন্য আমাদের আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে, সেটার জন্য ধুঁকে ধুঁকে মূল্য পরিশোধ করতে হবে।"
তিনি আরও বলেন, "আমরা যে দেশটাতে বসবাস করি, ১৯৪৭ সালে আমাদের পূর্বপুরুষরা অখণ্ড ভারতের বুক চিরে তৎকালীন পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে পেয়েছিলেন। তখন যে সীমানা ছিল, সেই সীমানাকে ধারণ করে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে এবং শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে জনতার বিজয় হয়েছে।"