
বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে সার্বিক বিষয়ে অবস্থান জানাতে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত সমঝোতা বিষয়ে দলের সার্বিক অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান জনগণ ও গণমাধ্যমের সামনে তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
উল্লেখ্য, গত রাতেই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেয়। তবে ওই জোটের ঘোষণায় শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেয়নি, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।