
নির্বাচনকে সামনে রেখে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি এখনো চোখে পড়ছে না, যা সরকারের ব্যর্থতাকেই স্পষ্ট করছে।
সোমবার ১২ জানুয়ারি সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন ঘিরে সরকার এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এতে করে নিরাপত্তা পরিস্থিতি স্বস্তিদায়ক হয়নি। তার ভাষায়, “আমরা খুব উদ্বিগ্ন এবং এটি সরকারের ব্যর্থতা।”
তবে নির্বাচনকালীন সময়ে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালো থাকলেও প্রকৃত চিত্র স্পষ্ট হবে প্রচারণা শুরু হলে।
পানি চুক্তি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে বিএনপির একটি স্পষ্ট অঙ্গীকার রয়েছে। তিনি জানান, তিস্তা, পদ্মা এবং অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে। এ ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সম্মান বজায় রেখেই দাবি আদায়ের চেষ্টা করা হবে। তার মতে, ভারতের সঙ্গে সঠিক কূটনৈতিক আচরণ বজায় রাখা গেলে বিরূপ মনোভাব অনেকটাই কমে আসবে।
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ক্রিকেট শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত। তিনি মন্তব্য করেন, “নি:সন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা।” এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করলেও তিনি মনে করেন, ছোটখাটো বিষয়গুলোতে পারস্পরিক সমঝোতার পথ খোলা রাখা প্রয়োজন।
বিদ্যমান রাষ্ট্র কাঠামোর ভেতরে সরকার গঠিত হলে তা ফ্যাসিস্ট রূপ নেবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, “যারা সবসময় ফ্যাসিস্টদের ভয় করে এসেছে, নিজেরা কোন কাজ করেনা, বিদেশে থেকে বড় বড় কথা বলে তাদের কাছে এগুলো মনে হয়। আমরা এসব নিয়ে ভয় করিনা। আমরা ফ্যাসিস্টকে তাড়াতে জানি, মারতেও জানি মার খেতেও জানি।”