
বিএনপি থেকে বহিষ্কারের ঘটনা অপ্রত্যাশিত নয় বলে মনে করলেও, দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই বহিষ্কারের আদেশ জারি হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি একে নিজের জীবনের নতুন অধ্যায় ও নতুন পথচলার সূচনা বলেও উল্লেখ করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এর পরই সকাল এগারোটার দিকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে রুমিন ফারহানাসহ নয়জনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
রুমিন ফারহানা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বহিষ্কার আসবে- এটি তিনি আগেই অনুমান করেছিলেন।
গতকাল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে রুমিন ফারহানাসহ ওই নয়জনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বিবিসি বাংলাকে রুমিন ফারহানা বলেন, "বহিষ্কার আদেশ এসছে এটা স্বাভাবিক। এটাতো হবেই। তবে উনি যেদিন চলে গেলেন সেদিনই বহিষ্কার আদেশ আসাটা, এটাকে আমি বলবো যে, এটা আল্লাহর একটা ইশারাও বটে।"
তিনি আরও বলেন, "যিনি আমাকে এনেছিলেন, যার ছায়ায় আমি ছিলাম, তিনি যেদিন চলে গেলেন, বিএনপির সাথে আমার যাত্রাও সেদিনই শেষ হলো,"