
দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের পাশাপাশি দলীয় পর্যায়েও শোক কর্মসূচি শুরু করেছে বিএনপি।
বুধবার ৩১ ডিসেম্বর থেকে আগামী ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে সারা দেশে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
রাষ্ট্রীয় শোকের পাশাপাশি বিএনপি নিজ উদ্যোগে পৃথক শোক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে টানা সাত দিন কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এর অংশ হিসেবে মঙ্গলবার ৩০ ডিসেম্বর দুপুর থেকেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এবং নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে সেখানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পক্ষে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রথমে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেন। পরে সংশোধিত কর্মসূচির আলোকে শোক পালনসংক্রান্ত সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয় -
১. ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি দেশের সব পর্যায়ে ৭ দিনব্যাপী শোক পালন করবে।
২. আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
৩. কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে ৭ দিনব্যাপী কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত থাকবে।
৪. দলের সকল স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
৫. প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে।
৬. কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোকবই খোলা হবে।