
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজধানীতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল বৃহস্পতিবার দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমান পরিবারসহ দেশে প্রত্যাবর্তন করেন। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ঢাকায় সমবেত হন। ফলে রাজধানী ঢাকা কার্যত জনসমুদ্রে রূপ নেয়।
এতে আরও বলা হয়, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে ঢাকা মহানগরীতে স্বাভাবিক জনজীবনে যে কষ্ট ও দুর্ভোগ তৈরি হয়েছে, তাতে বিএনপি গভীরভাবে মর্মাহত। এই অনিচ্ছাকৃত অসুবিধার জন্য দলটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গতকাল (২৫ ডিসেম্বর) সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যান। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথে মানুষের ঢল নামে। এ সময় পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট সড়ক) জনসমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে।
সংবর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও তার মা খালেদা জিয়াকে দেখতে যান।