.png)
ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছে, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা সম্প্রতি একজন হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং আশা করি যে, এই অপরাধের দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে।”
ময়মনসিংহে গত সপ্তাহে একদল জনতা দীপুকে পিটিয়ে হত্যার পর তার দেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয়। হত্যাকাণ্ডের এই ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধর্মীয় বিবাদজনিত কারণের অভিযোগ সামনে আসলেও, দীপু পরিবারের সদস্য ও স্থানীয় প্রতিনিধিদের পুলিশের তদন্তে দেখা গেছে, মূলত কর্মক্ষেত্রের বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে।
জয়সওয়াল আরও বলেন, “ভারত সব সময় স্পষ্ট ও ধারাবাহিক অবস্থান নিয়েছে। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করার পক্ষে এবং বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।” তিনি বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে জানান, ভারত অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে।