
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করব জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার ২৬ ডিসেম্বর দুপুর ২টা ৫২ মিনিটে তিনি নিজ বাসভবন ত্যাগ করেন। কর্মসূচির অংশ হিসেবে প্রথমে তিনি জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ ও জিয়ারত করবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। ঐতিহাসিক ও নজিরবিহীন এই জনসমাগমে রাজধানী ঢাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
পরবর্তীতে বিকেলে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট সড়ক নামে পরিচিত, সেখানে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় বক্তব্য দেন তিনি। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা ও রাষ্ট্র গঠনের অঙ্গীকার তুলে ধরেন। বিশাল জনসমাবেশের সামনে আবেগঘন কণ্ঠে তিনি একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের কথা বলেন, যেখানে ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে।