
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজধানীতে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
শুক্রবার ২৬ ডিসেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দুঃখপ্রকাশ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর টানা ১৭ বছর পর তারেক রহমান পরিবারসহ দেশে প্রত্যাবর্তন করেন। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় জড়ো হন। এতে রাজধানী ঢাকা কার্যত জনসমুদ্রে রূপ নেয়।
ঢাকা মহানগরীতে অস্বাভাবিক মানুষের চাপের কারণে স্বাভাবিক জনজীবনে যে কষ্ট ও দুর্ভোগ তৈরি হয়েছে, সে বিষয়ে বিএনপি গভীর মর্মবেদনা প্রকাশ করেছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও জনভোগান্তির জন্য দলটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা ও বর্জ্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দলটির নেতাকর্মীরা সমবেতভাবে এসব আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন।