
প্রায় সাড়ে দেড় দশক পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর তার প্রত্যাবর্তন ঘিরে ধারাবাহিক কর্মসূচি সাজিয়েছে দলটি।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরদিন শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজ শেষে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। একই দিনে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এই কর্মসূচির কথা বুধবার ২৪ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সেখানে তিনি তারেক রহমানের আগামী শনিবার ২৭ ডিসেম্বরের কর্মসূচির বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।
ঘোষিত সূচি অনুযায়ী শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি ভোটার হওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে যাবেন। দিনটির শেষ ভাগে তিনি জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে যাবেন।
তবে তারেক রহমান নির্বাচন কমিশনে নাকি নিজ নিজ থানার নির্বাচন অফিসে গিয়ে ভোটার হবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এ প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, “তারেক রহমান কখন, কোথায় ভোটার হবেন, এ বিষয়ে আমাদের কাছে এখনও কোনো তথ্য নেই।”
উল্লেখ্য, আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই দাফন করা হয়েছে। অন্যদিকে গণ অভ্যুত্থানে আহত বহু মানুষ এখনও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই গিয়ে আহতদের খোঁজখবর নেবেন বিএনপির এই শীর্ষ নেতা।