
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তদন্তে অগ্রগতি এসেছে। এ ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. জাকির হোসেন শান্ত (২৯), মো. স্বপন মন্ডল (৩০) এবং নিয়াজ মাহমুদ ফারহান (২১)।
ডিসি তালেবুর রহমান জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রমনার বেইলি রোড এলাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) মো. জাকির হোসেন শান্তকে আটক করে। পরদিন বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে একই ইউনিট আব্দুল্লাহপুর মোড় এলাকা থেকে মো. স্বপন মন্ডলকে গ্রেপ্তার করে।
এদিকে, ভোলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেপ্তার করে ডিবি সাইবার উত্তর বিভাগের একটি দল। গ্রেপ্তারকৃতদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
এই ঘটনায় সর্বশেষ গ্রেপ্তারের মধ্য দিয়ে মোট আটক সংখ্যা দাঁড়াল ৩১ জনে।