.png)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার আগে থেকেই ধারাবাহিক হত্যার হুমকি পেয়ে আসছিলেন বলে জানা যায়। ঘটনার পর তার আগের দুটি ফেসবুক পোস্ট আবারও আলোচনায় এসেছে।
১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের আগে সকাল ১১টা ৫২ মিনিটে নিজের ফেসবুকে হাদি লিখেছিলেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’
এর আগে ১৩ নভেম্বর গভীর রাতে দেওয়া আরেকটি পোস্টে তিনি দাবি করেন, অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে আওয়ামী লীগকে দায়ী করে তিনি লেখেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আরও হুমকি দিয়েছে আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’
ওই পোস্টে হাদি আরও লেখেন, ‘১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে, ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়বো না।’ তার ভাষ্য, ‘এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারও আবরার জন্মেছে, এক হাদিকে হত্যা করা হলে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন।’
এ ছাড়াও তিনি লিখেছিলেন, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।’
শুক্রবার জুমার নামাজ শেষে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়- এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউইতে ভর্তি করা হয়েছে।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, তিনি এ হামলার খবর পেয়েছেন।