.png)
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে সেখানে অতিরিক্ত সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জরুরি বিভাগের প্রবেশমুখেও সেনাসদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেক এলাকায় নিরাপত্তা পরিস্থিতি হঠাৎই আরও কড়া হয়ে ওঠে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে একের পর এক সেনাবাহিনীর গাড়ি হাসপাতালে প্রবেশ করে। এর আগেই পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়িয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়।
ঢামেক কর্তৃপক্ষ জানিয়েছে, হাদিকে বর্তমানে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে জানানো হয়, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং গুলিটি এখনো তার মাথার ভেতরেই রয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ ঘটনাস্থলে তদন্তকাজ করছে।’