সভাপতি আল-আমিন, সম্পাদক আঃ রহিম শেখ

ইসলামী যুব আন্দোলনের পল্টন থানা সম্মেলন অনুষ্ঠিত


15Feb Naeem/WhatsApp Image 2025-03-01 at 12.27.53_6407b021.jpg

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন পল্টন থানা শাখার ৫ম থানা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুরানা পল্টনস্থ খানা বাসমতী রেস্তোরাঁয় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রবাসীকল্যাণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ ওয়ালিউল্লাহ তালুকদার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের দাওয়াহ্ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম।

সম্মেলনে যুব আন্দোলনের পল্টন থানার সভাপতি মুহাম্মাদ আল-আমিন বেপারীর সভাপতিত্বে এবং পল্টন থানার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আঃ রহিম শেখ এর সঞ্চালনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যুব উন্নয়ন ও কর্ম সংস্থান সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মুহাম্মাদ হাসানুজ্জামান হিমেলসহ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলন থানা ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে শেষে ২০২৫- ২০২৬ সেশনের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পল্টন থানা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

এতে সভাপতি মুহাম্মাদ আল-আমিন বেপারী, সহ-সভাপতি হাফেজ মাওঃ নুরে আলম ইলিয়াস এবং সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ মাওঃ আঃ রহিম শেখ এর নাম ঘোষণা করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×