একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান


Feb 2025/Tarek Rahman.jpg
তারেক রহমান

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় দলটির সভায় সমাপনী ভাষণ দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন বলে সভা সূত্রে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির বর্ধিত সভা বৃহস্পতিবার রাত ১১টায় এ সভা শেষ হয়। সভায় সমাপনী ভাষণ দেন সভার সভাপতি তারেক রহমান।

এর আগে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাপনী ভাষণে বিরাজমান পরিস্থিতিতে নেতা-কর্মীদের ঐক্যের তাগিদ দেন তারেক রহমান। নেতা-কর্মীদের ‘ইস্পাত কঠিন’ ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেছেন, ‘সাড়ে পাঁচ মাস আগে বলেছিলাম, নির্বাচনকে ঘিরে এক অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করবে। আজ সাড়ে পাঁচ মাস পর সেই অদৃশ্য শক্তির অনেক কর্মকাণ্ডই দৃশ্যমান হচ্ছে। এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।’

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে সমাপনী ভাষণে তারেক রহমান বলেন, ‘একটি দল জনগণের কাছে বলছে যে, তারা বেহেশতের টিকিট বিক্রি করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। মিথ্যা দিয়ে যে দলের শুরু তারা অনেক কিছুই করতে পারে। দৃশ্যমান হোক অথবা অদৃশ্য হোক, এটাকে মোকাবিলা করতে হবে। এ বিষয়ে নেতা–কর্মীরাই তাদের করণীয় ঠিক করবে।’

ভারতকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্র করতে প্রতিবেশী দেশ বসে থাকবে না। তারা নানা রকম ষড়যন্ত্র করবে। তাদের মোকাবিলা করতে হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×