নাহিদকে ‘গণতন্ত্রের ইমাম’ বললেন হান্নান মাসউদ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৫৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে: ফ্যাসিবাদ পতনের আন্দোলনের নেতৃস্থানীয় মুখ মো. নাহিদ ইসলামকে ‘গণতন্ত্রের ইমাম’ বলে আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি নাহিদকে এই অ্যাখ্যা দেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘নাহিদ গণতন্ত্রের ইমাম। যিনি নির্যাতনের মুখেও মাথা নত করেননি।’
তিনি আরও বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। এটাই দেশবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি।’
শুক্রবার বিকেল ৪টার পর আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠান শুরু হয়। এতে দলটির নেতৃত্ব ঘোষণা করা হবে।