
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক দেশের সব শাখা ও উপশাখার দৃষ্টিনন্দন স্থানে ব্যানার প্রদর্শনের নির্দেশ দিয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলারে এ বিষয়ে অফিসগুলোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে, ১১ জানুয়ারি ব্যাংকের এমডিদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য ব্যাংকগুলো সিএসআরের অর্থ ব্যবহার করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ ২০২৫–এ লিপিবদ্ধ সংবিধান সংস্কারের ওপর গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সব শাখা ও উপশাখায় দু’টি ব্যানার প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। নির্দেশনায় দুটি ব্যানারের নমুনাও সংযুক্ত করা হয়েছে।একটি ব্যানারে ‘হ্যাঁ’ ভোটের জন্য সংশোধন দেখানো হয়েছে এবং অপরটিতে সংশোধনীয় পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে।
সূত্র জানায়, ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনার পরই বাংলাদেশ ব্যাংক এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সব ব্যাংকের শাখায় ব্যানার স্থাপন করা হয়েছে। এছাড়া বেসরকারি খাতের অনেক ব্যাংক শাখাতেও ইতিমধ্যেই এই ব্যানার দেওয়া হয়েছে।