
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসাথে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, "ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রায় ৩ থেকে সাড়ে ৩ বা ৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রগুলোতে ফলাফল পাওয়া যাবে। এটি মূলত ভোট কাস্টের পরিমাণের ওপর নির্ভর করছে। তবে প্রবাসীদের ভোটকেন্দ্রে সময় কিছুটা বেশি লাগতে পারে। কারণ, প্রবাসীদের জন্য আলাদা ব্যালটপেপার ব্যবহার করা হচ্ছে, যা দেশের অভ্যন্তরে ব্যবহৃত ব্যালটের থেকে ভিন্ন।"
তিনি আরও জানান, সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একযোগে (কংকারেন্টলি) সম্পন্ন হবে। প্রতিটি ৪০০টি ভোটের ইনভেলাপের জন্য একজন পোলিং অফিসার থাকবেন। এছাড়া, এই প্রক্রিয়ায় সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করতে ভোটকেন্দ্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মোতায়েন করা হবে। নারী-পুরুষ মিলিয়ে প্রায় ১৬ হাজার বিএনসিসি ক্যাডেট এই কাজে অংশগ্রহণ করবেন।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও তিনি মন্তব্য করেন, "আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সরাসরি ইলেকট্রোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে জানালে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। কারণ, সরাসরি ইসিতে অভিযোগ করলে প্রক্রিয়াজাত কারণে সময় বেশি লাগতে পারে।"