
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নজিরবিহীন পর্যবেক্ষণ ব্যবস্থার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দেশি-বিদেশি মিলিয়ে বিপুল সংখ্যক পর্যবেক্ষক ও সাংবাদিক মাঠে থাকবেন।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে আয়োজিত নির্বাচনী ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। পরে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।
ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার জানান, “নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন।”
এছাড়াও নির্বাচন প্রক্রিয়া প্রত্যক্ষ করতে বিদেশ থেকে প্রায় ৫শ সাংবাদিক ও পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানানো হয়। নির্বাচন কমিশনের আশা, এই ব্যাপক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।